আক্তার হোসেন আলহাদী ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককে পুরস্কৃত করা হয়। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শচীন্দ্র কলেজের সহকারি অধ্যাপক গৌতম সরকার। উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, অঞ্জন দেব, শিক্ষক কাজল মিয়া, পলাশ ভট্টাচার্য প্রমূখ। পরে বিজয়ী ৬০ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক ও প্রতিষ্ঠান, গ্রুপ ভিত্তিক বিজয়ী ২০টি দলকে পুরস্কৃত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com