নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সৈয়দ মোঃ শামীম আনোয়ার। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা পরিষদে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন। গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত আদেশে আর্থিক ক্ষমতা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর অস্থায়ী চেয়ারম্যান বলেন, জেলার প্রতিটি উপজেলায় জেলা পরিষদের সকল সদস্যের পরামর্শে উন্নয়ন মূলক কাজ করবেন এবং সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সকল সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com