স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-সিলেট রেল সেকশনে প্রতিদিনই সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। তবে এর কোনো কারণ জানাতে পারছে না কর্তৃপক্ষ। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, বিশ্রামাগার থাকলেও তা তালাবদ্ধ তাকে। বাধ্য হয়ে যাত্রীদের প্লাটফর্মে অপেক্ষা করতে হয়। গতকাল প্রতিটি ট্রেন ৩-৪ ঘণ্টা দেরি করে গন্তব্যে আসে। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রামে ৮টি আন্তঃনগরসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন যাতায়াত করে। কিন্তু সিডিউল বিপর্যয়ের ফলে অনেকেই তাড়াহুড়ো করে স্টেশনে আসার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। স্টেশন মাস্টারকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, সময়মতোই ট্রেন আসবে। কিন্তু এর দায়ভার কে নেবে এর কোনো সঠিক উত্তর নেই। গতকাল রবিবারও পাহাড়িকা ট্রেন সিলেট থেকে শায়েস্তাগঞ্জে আসার কথা দুপুর ১টায়, কিন্তু আসে ৪টায় আসে। এরকম প্রতিটি ট্রেনেরই সিডিউল বিপর্যয় ঘটছে।
সূত্র জানিয়েছে, লস্করপুর রাউতগাঁওয়ে কিছুদিন আগে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ট্রেনগুলো সিডিউল মোতাবেক চলতে পারছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com