টেটাবিদ্ধ একজনকে সিলেট প্রেরণ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুণই গ্রামে জলমহালে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।
সূত্র জানায়, গুণই গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য কালা মিয়া ও নুরুল ইসলামের সাথে বর্তমান ইউপি সদস্য জমির আলীর মদনমুরতের একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল উভয়পক্ষ জলমহালের বাঁধ কেটে মাছ ধরতে যায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম, মেম্বার জমির আলী, মেম্বার কালা মিয়া, লিলু মিয়া, আলাল মিয়া, রাসেল মিয়া, আশিকুর রহমান, রুহুল আমিন, সাদিকুর রহমান, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সুবিন্দ্র সূত্রধর, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, শচীন্দ্র সূত্রধর, তরিকত উল্লা, রুবেল মিয়া, বজলু মিয়া, সাইফুল ইসলাম, শাওন, ইব্রাহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল আওয়ালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বানিয়াচঙ্গ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।