স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের প্রস্তুতি সভা সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, ওসি মোঃ মাসুক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদ চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, ইমদাদুল হক চৌধুরী, সাদিকুর রহমান শিশু, দিলাওর হোসেন, আক্তার হোসেন ছুবা, রঙ্গ লাল দাশ, নোমান হোসেন, হাবিবুর রহমান হাবিব, নাদিম আহমদ সুমন প্রমূখ। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ দিবস পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com