
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহ্সানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান, ফারুল আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন, কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, পশু সম্পদ কর্মকর্তা আব্দুল ছাত্তার বেগ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, সাবেক চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শ্রীধাম দাস গুপ্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক অলিদ মিয়া, সাংবাদিক আলমগীর কবির, একরামুল আলম লেবু প্রমূখ। সভায় বিভিন্ন বিভাগীয় প্রধান, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।