প্রত্যয়ী তারুণ্য, সমৃদ্ধ বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাব্রতী তরুণদের নেতৃত্বে সমৃদ্ধ, মর্যাদাবান ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ সৃষ্টির সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে হবিগঞ্জের তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে ২৬ ও ২৭ নভেম্বর শহরের সুরবিতান হলরুমে দুই দিনের লিডারশীপ প্রশিক্ষণ আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ। বৃন্দাবন সরকারি কলেজে ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০ জন তরুণ তরুণীকে নিয়ে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ মূলক বক্তব্য প্রধান করেন সুজন জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, সুজন জেলা সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোজাম্মেল হক। প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ মোবিলাইজার মোস্তাফিজুর রহমান সজল, সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর তামিম রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আল- আমিন সাইফী। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com