মাধবপুর প্রতিনিধি ॥ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য মাধবপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী ধান বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। সহস্রাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী ধান বীজ, রাসায়নিক সার, হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, চেয়ারম্যান পারুল আহমেদ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com