উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নারায়ন দাশ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য ও কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ৫শ’ কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।