এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জানানো হয়- সকল সাধারণ মানুষকে ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ায় স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে পরামর্শ প্রদান করা হবে। বিশেষ করে ১৬ থেকে ২৫ বছর বয়সী মেয়েদের বয়ঃসন্ধিকাল নিয়ে ব্যক্তিগত ভাবে পরামর্শ দেয়ার লক্ষে কাজ করবে মাঠ কর্মীরা। আজমিরীগঞ্জে প্রত্যেকটি সরকারি আশ্রয় প্রকল্পে উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবেন দায়িত্বরত কর্মকর্তাগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com