মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শাহজাহানপুর গ্রামে বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের নেতৃত্বে মাধবপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজার নামাজে বীরমুক্তিযোদ্ধা জারু মিয়া, উপজেলা সহকারী কমান্ডার, শাহজাহানপুর ইউনিয়নের সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লোকমান মিয়া, বীরমুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, আলেফ খাঁ, ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দীন (৮০) সোমবার দিবাগত রাত ৩টা ৫মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না…রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।