নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরশহরে আশ্রায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক আয়োজনে সোমবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার পৌরশহরে বাগুনীপাড়া আশ্রয়ন প্রকল্পে এ বিশেষ উঠান বৈঠক হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নূপুর রানী মহনের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী রাশেদা বেগম, বাশিরা আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ। বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশ গ্রহন ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আদর্শবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।