নবীগঞ্জ প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। শেখ জামাল হোসাইন ইতিপূর্বে নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি ও ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ ইনাতগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। শেখ জামাল হোসাইন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের কৃতি সন্তান। নির্বাচনী এলাকায় নবীগঞ্জ-বাহুবল উপজেলায় করোনা মহামারী বন্যাসহ বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে শেখ জামাল হোসাইন মানুষের পাশে ছিলেন এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com