এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিশেষ করে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা একজোট হয়ে দাবি তুলেছেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ছাড়া মনোনয়ন প্রত্যাশী অন্য যে কাউকে যেন নৌকা প্রতীক দেয়া হয়। তৃণমূলের অভিযোগ এমপি মজিদ খান বিগত ১৫ বছর কোন আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে সুসম্পর্ক রাখেননি। তাঁর সখ্যতা ছিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে। টিআর-কাবিখাসহ সরকারী বরাদ্দও গেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে। বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রকাশ্যে এই অভিযোগ আনেন নেতাকর্মীরা। সেখানে সকল মনোনয়ন প্রত্যাশীসহ দুই উপজেলার অধিকাংশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়ে এই দাবি জানান। সেখানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত থেকে এই দাবির সাথে একমত পোষন করেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন।
মক্রমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল কবির মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হুমায়ূন করি রেজা, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এনামুল হক, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবুল আজাদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিন, ইউপি চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, ইউপি চেয়ারম্যান মঞ্জু কান্তি দাস, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুর রউফ, আজমিরীগঞ্জ উপেজলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ লুৎফুর রহমান চৌধুরী, ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জুবাইয়ের আহমেদ জাবের, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন লাল মিয়া, সদস্য সচিব সেবুল ঠাকুর।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে বক্তব্য রাখেন উত্তরপূর্ব ইউনিয়ন সভাপতি ইমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, উত্তর পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাসেল, দক্ষিণপূর্ব ইউনিয়ন সভাপতি আমির হোসেন নিয়াশা, দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, সাধারণ ইকবাল হোসেন ইনু, দৌলতপুর ইউনিয়ন সভাপতি মাধাই বৈষ্ণব, সাধারণ সম্পাদক মইনুল হক, কাগাপাশা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক রথীন্দ্র চন্দ্র দাস, বড়ইউড়ি ইউনিয়নের সভাপতি শাহজাহান মিয়া, পুকড়া ইউনিয়ন সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সুবিদপুর ইউনিয়ন সভাপতি হাজী আকবর খান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, মন্দরী ইউনিয়ন সভাপতি ফারুক হোসাইন বেলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ সোহেল, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্কল মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক পরিতোষ গোপ, মুরাদপুর ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসান দুলাল, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল, বদলপুর ইউনিয়ন সভাপতি হীরা লাল দাস, সাধারণ সম্পাদক জয়দেব, জলসুখা ইউনিয়ন সাধারণ সম্পাদক গাজীউর রহমান গাজী, কাকাইলছেও ইউনিয়ন সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, শিবপাশা ইউনিয়ন সভাপতি একেএম আজাদ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলুয়ার হোসেন, আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মহিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি আবুল কাশেম রুবেল, আলাউদ্দিন মেম্বারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।