মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে সাধারণ মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। কতিপয় অসাধু চক্র এই কাজ করছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে সতর্ক করে গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালের দিকে “ওসি বাহুবল” ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়।
সেখানে ওসি মোঃ মশিউর রহমান বলেন, প্রিয় বাহুবলবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার নাম ব্যবহার করে (মোবাইল নং ০১৩০২২৫৮৪৭৫) এর অজ্ঞাতনামা ব্যক্তি বাহুবল মডেল থানা এলাকা সহ অন্যান্য এলাকার সম্মানিত জনসাধারণকে ফোন করে অফিসার ইনচার্জ পরিচয় দিয়ে টাকা পয়সা দাবি করতেছে। উক্ত (০১৩০২২৫৮৪৭৫) নম্বরের অজ্ঞাতনামা ব্যক্তি প্রতারণা এবং আমার সম্মানহানী করার জন্য এহেন কার্যকলাপ করতেছে। আমার নাম পরিচয় ব্যবহার করে যদি কোন ব্যক্তি আপনাদের নিকট টাকা পয়সা দাবি করলে কোন টাকা পয়সা প্রদান না করার জন্য অনুরোধ করা হল এবং বিষয়টি আমাকে অথবা বাহুবল মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০১১৮৮৬২) নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। উক্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com