স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ১৫ বোতল মদসহ ফরিদ আহমেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার বিকেলে ওসি নুরুল হক মামুনের নির্দেশে এসআই রিয়াজসহ একদল পুলিশ ওই এলাকার জনৈক জাবেদ আলীর ফার্ণিচারের দোকানের সামন থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। সে ফার্নিচার দোকান মালিক জাবেদ আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com