স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির উপর হামলা চালিয়ে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহতাবস্থায় কামাল মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল মিয়া উমেদনগরের সঞ্জব আলীর ছেলে।
কামাল মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে উমেদনগরস্থ হবিগঞ্জ-বানিয়াচং রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাহারাদারের চাকুরী করে আসছেন। গতকাল সকাল ১০ টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৫ হাজার টাকা নিয়ে দোকান মালিকের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তার উপর হামলা চালিয়ে সাথে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com