স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার তেঘরিয়া আবাসিক এলাকায় সর্দার মশরফ আলী সড়ক উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীসহ তেঘরিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্দার মশরফ আলী সড়কের ফলক উন্মোচনের পর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভা ও ইউজিআইআইপি-৩ এর অর্থায়নে সাড়ে ৭২ লাখ টাকা ব্যয়ে তেঘরিয়া আবাসিক এলাকার রাস্তা আরসিসিকরণ করা হয়। এ রাস্তা আরসিসি করায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com