রাতের আঁধারে নাশকতা সৃষ্টির পায়তারা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ রাতের অন্ধকারে বড় ধরনের নাশকতা সৃষ্টির সময় পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। বুধবার রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কে বা কারা মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ পালন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে পুলিশ এক অভিযান চালায়। পুলিশের অভিযানে দুর্বৃত্তরা হাওরের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করে। পরে নবীগঞ্জ থানায় এগুলো নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।