নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে। বুধবার বাদ আছর জাগো ডট নিউজ-এর আয়োজনে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে চরগাঁও গ্রামে সাংবাদিক আলীমের কবরস্থান জিয়ারত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিররের প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি শওকত আলী, সাংবাদিক আলীমের ছেলে ছনি আহমেদ চৌধুরীসহ মুসল্লিয়ান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com