স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে কবরস্থানের পাশে পঁচা মাছ দিয়ে শুটকি তৈরি করে রোদে শুকানোর অভিযোগ উঠেছে কতিপয় লোকের বিরুদ্ধে। এতে একদিকে কবরস্থানে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে আশপাশের মানুষজনও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাদের মাঝে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে।
জানা যায়, ১নং ওয়ার্ড উমেদনগরের বড় কবরস্থানের পাশে মোতালিব মিয়া নামের এক ব্যক্তি গত ২ সপ্তাহ ধরে পঁচা মাছ শুকিয়ে শুটকি তৈরি করছেন। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও তিনি কর্ণপাত করছেন না। এতে কবরস্থানের পরিবেশসহ আশপাশের বাসিন্দারা দুর্গন্ধে বসবাস করতে পারছেন না। কয়েকদিন ধরে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষ করে ওই এলাকার ৫ শিশু শুটকির গন্ধের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।