স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলা চলছে। আর এসব জুয়া খেলায় ঝুঁকছে উঠতি বয়সি যুবকরা। সবকিছু হারিয়ে তারা চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। স্থানীয় চায়ের দোকান ও রেস্টুরেন্টে এক শ্রেণির জুয়াড়ি এ আসর বসায়। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ডিবির এসআই রিয়াজসহ একদল পুলিশ মঙ্গলবার রাত ৯টায় সাড়াশি অভিযান চালিয়ে নাজিরপুর এলাকা থেকে ফয়সল (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে ওই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com