স্টাফ রিপোর্টার ॥ জেলা ছাত্রদল সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন ও যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ জামিনে মুক্তি পাওয়ার পর আবারও জেল গেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আদালত থেকে তারা জামিন লাভ করেন। বিকেলে জামিন নামা জেল গেইটে যাওয়ার পর শত শত নেতাকর্মী ফুলের তোড়া নিয়ে কারা ফটকে অপেক্ষা করেন তাদেরকে বরণ করার জন্য। বিকেলে কারাগার থেকে তারা প্রধান ফটকে আসার সাথে সাথে সাদা পোষাকের একদল পুলিশ তাদেরকে পুনরায় হাইয়েস গাড়িতে করে নিয়ে যায়। প্রথমে কারা নিয়ে গেছে জানা না গেলেও পরে জানা যায় ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। পরে তাদেরকে নাশকতায় জড়িত দেখিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, ছাত্রদল নেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন ও যুবদল নেতা জালালকে চুনারুঘাট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com