চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কেউন্দা গ্রামের দরবেশ মিয়ার ছেলে মুখলিছ মিয়া (৩০) এর ধানের জমিতে কাপুড়িয়া গ্রামের মারাজ মিয়ার ছেলে মামুন মিয়ার ছাগল ধান নষ্ট করে। এ সময় মুখলিছ মিয়া বাঁধা দিলে কাপুড়িয়া গ্রামের মারাজ মিয়ার ছেলে সুমন মিয়া, মামুন মিয়া, হীরা মিয়ার ছেলে শামিম মিয়া, মানিক মিয়ার ছেলে সোহেল মিয়া, শহীদ মিয়া ও সারাজ মিয়া রাম দা কুপিয়ে মুখলিছ মিয়ার মাথায় ডান পাশে মারাত্মক জখম করে। প্রথমে মুখলিছ মিয়াকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুখলিছ মিয়া ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে মুখলিছ মিয়ার ভাই আকলিছুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com