মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের বাসিন্দা আফিয়া বেগমকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে আফিয়া বেগমের হাতে উপহার হিসেবে সেলাই মেশিনটি তুলে দেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান। সেলাই মেশিন পেলে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফিয়া বেগম বলেন, এখন নতুন মেশিনে সেলাইয়ের কাজ করে অর্থ উপার্জন করতে পারবো। এর আগে পুরনো একটি মেশিন দিয়ে কাজ করতে বিড়ম্বনা পোহাতে হয়। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, আফিয়া বেগম সেলাইয়ের কাজ করেন। তার সেলাই মেশিনটা অনেক পুরনো। সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর মাধ্যমে এ কথা জেনে, আমি উদ্যোগ নিয়ে তাকে একটা সেলাই মেশিন প্রদান করতে পেরে আনন্দিত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com