স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল মার্জিয়া। এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে চারপাশে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে অচেতন অবস্থায় মার্জিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com