স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুইটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত মুখি দুইটি মালবোঝাই ট্রাক উল্লেখিত স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক উল্টে পাশের খাদে পড়ে। এতে ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রাক সরালে যান চলাচল স্বাভাবিক হয়। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় ব্রেকফেল করে এ দুর্ঘটনা ঘটেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com