স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটি বিল থেকে মাদক ব্যবসায়ী আম্বিয়া খাতুনকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার ভোরে ডিবির এসআই রিয়াজ ও সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুল আজিজ কৌশলে পালিয়ে গেছে।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আম্বিয়া খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com