স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী-সন্তানসহ ৪ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই এমএ ফারুক ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বাগুনিপাড়া গ্রামের আব্দুস সহিদ (৬০), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) ও কন্যা ইয়াসমিন আক্তার (৩০), তিতখাই গ্রামের তাজুল ইসলামের পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সানু মিয়া (৩৮)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com