আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণগুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে গণগুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ সম্পা জাহান। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, থানার সেকেন্ড অফিসার শামস তাব্রিজ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, মিজানুর রহমান, মীর খোরশেদ, সৈয়দ সোহেল, সাংবাদিক আজিজুর রহমান জয় প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com