স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি তাহির মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৮টায় সদর মডেল থানার এসআই কৃষ্ণ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে বহুলা গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে হেরোইনের মামলায় ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতার এড়াতে এতোদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আত্মগোপনে ছিলো।
ওসি (তদন্ত) বদিউজ্জামান জানান, তাহির মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার সকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com