অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অতিরিক্ত মূল্যে আলু ও ডিম বিক্রির অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজার ও উমেদনগর বানিয়াচং রোডে র্যাব-৯ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও ডিম বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার না থাকায় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়িরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। চৌধুরী বাজারের বেশ কয়েকটি আলু ও ডিমের দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিলো।
এছাড়া পৃথক অভিযানে নির্ধারিত মূল্যের চাইতে অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করায় দুই বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস ও মো: আশাদুল হক এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ অর্থদন্ড করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।