স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের প্রধান সড়কে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোর্তুজা আহমেদ রিপন, হারুন অর রশিদ হারুন, আব্দুল আউয়াল মজনু, আব্দুল আহাদ মনা, আজিজুর রহমান মিজান, আনিসুজ্জামান চৌধুরী জেবু, বাদল আহমেদ, শাহ শাহান আহমেদ, ইলিয়াস আহমেদ ওয়াহিদ, ইসলাম উদ্দিন, জাকির হোসেন, সৈয়দ রুহেব হুসেন, মহিবুর রহমান শাওন, সাজন চৌধুরী, মুজাক্কির হোসেন ইমন, সিজিল মিয়া, আব্দুর রহমান, বাবুল মিয়া, মিজানুর রহমান শরীফ, স্বপন মিয়া, আরজু মিয়া, সিয়াম আহমেদ, তাজুল ইসলাম গাজী, রাফি আহমেদ প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com