হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে টিটন দাস যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট পৌরসভায় যোগদানকালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল। এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হান্নান, পৌর কাউন্সিলরবৃন্দ, নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলীসহ পৌর কর্মচারীবৃৃন্দ। এসময় প্রকৌশলী ও কাউন্সিলরবৃন্দ এবং পৌর মেয়র চুনারুঘাট পৌর শহরকে যানজটমুক্ত ও পৌরসভার উন্নয়নে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com