স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কসাইখানাগুলোতে মাংস ব্যবসায়ীরা কর্মবিরতি পালন করেছেন। এতে ক্রেতারা পড়েন চরম বিপাকে। এ ঘটনা জেনে পোল্ট্রি ব্যবসায়ীরা মোরগের দাম বৃদ্ধি করে দেন। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দিনভর এ কর্মবিরতি চলে।
মাংস ব্যবসায়ীরা জানান, হবিগঞ্জ পৌরসভা থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পশু জবাই করার আগে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সে জন্য পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তিনি ভোরবেলা বাজারে না এসে সকাল ৮টার দিকে আসায় তারা পশু জবাই না করে কর্মবিরতি পালন করেন। তবে বিষয়টি গতকাল রাতে স্যানেটারি ইন্সপেক্টর ও মাংস ব্যবসায়ীদের মধ্যে সমাধান হওয়ায় আজ শুক্রবার যথারীতিভাবে পশু জবাই করে বিক্রি করবেন বলে জানা গেছে।
গতকাল সরেজিমনে দেখা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার, চৌধুরী বাজার, চাষী বাজার, সিনেমা হল বাজারসহ বিভিন্ন বাজারে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ ছিল। মাংস ক্রেতারা বাজারে এসে খালি হাতেই ফিরে যান। তবে অনেককেই এর বিকল্প হিসেবে পোল্ট্রি বা কক মোরগ কিনতে দেখা যায়।