স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অপরাধ বৃদ্ধি পাওয়ায় রেলওয়ে পুলিশ অভিযান শুরু করেছে। গত বুধবার গভীর রাতে জংশন এলাকায় অভিযান চালানো হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলীর নেতৃত্বে একদল পুলিশ প্লাটফর্ম ও জংশন এলাকায় অভিযান চালিয়ে নেশাখোর, টোকাই, ভবঘুরে লোকজনকে তাড়িয়ে দেয়। টিকেট ব্যতীত কোনো যাত্রী যদি অযথা জংশন এলাকায় ঘুরাফেরা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রেল পুলিশ।
ইদানিং চিহ্নিত নেশাখোর, ভবঘুরে লোকজনকে ধরতে সক্রিয় হয়েছে রেল ফাঁড়ির পুলিশ। ট্রেনের টিকেটধারী যাত্রী স্টেশন প্লাটফর্মে ও রেলের আশপাশে সেবা এবং নিরাপত্তা দেওয়া সহ পরিবেশ সৌন্দর্য্য রাখার জন্য রেল পার্কিং, প্লাট ফর্ম, স্টেশন এলাকায় ছিনতাইকারী, চোর, মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারী, ভাঙারী টোকাই ও ভবঘুরে লোকজনকে ধরতে রেল পুলিশ অভিযান চালিয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com