কাজী মাহমুদুল হক সুজন ॥ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিহারিপুর নামক স্থানে অবস্থিত কুইক চিকস নামক একটি (মুরগির বাচ্চা উৎপাদন কেন্দ্র) প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে দেখতে পান ফার্ম ব্যবসা পরিচালনা করার উপযুক্ত কোন কাগজপত্র নাই। তাছাড়া বাচ্চা ফুটানোর জন্য নির্ধারিত স্থানের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি। এ ছাড়াও ভ্রাম্যমান আদালত দেখতে পান উপর্যুক্ত কর্তৃপক্ষের আদেশ অমান্য করছে প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে ভ্রাম্যমান আদালত কুইক চিকস প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ম্যানেজার মো: মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।
ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে কামাইছড়া পুলিশ ফাড়ির একটি টিম।
এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে (প্রতিষ্ঠানকে) পরিস্কার পরিচ্ছন্ন করা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য মৌখিক এবং নোটিশ প্রদান করা হলেও কুইক চিকস প্রতিষ্ঠানের কেউ আসেনি। বরং তারা বেআইনিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com