লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের স্বামীহারা জামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গত রমজান মাসে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সংসারের অভাব ঘোচানো দূরের কথা, গতকাল বৃহস্পতিবার বিকেলে কফিনে বন্দী লাশ হয়ে দেশে ফিরলেন সুফিয়া বেগম (৪৫)। সুফিয়ার বড় ছেলে জাকির হোসেন জানান, তার পিতা মারা যাবার পর তারা ৫ ভাই বোনের সংসারে অভাব অনটন দেখা দেয়। পরিবারে সুখ-শান্তি ফিরিয়ে আনতে তার মা সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। উপজেলার সুন্দাদিল গ্রামের দালাল ফিরুজ মিয়ার মাধ্যমে সুফিয়াকে সৌদি আরব পাঠানো হয়। সৌদি আরব যাবার পর সুফিয়ার উপর বাড়ির মালিক বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। মৃত্যুর আগে তাকে দেশে ফিরিয়ে আনতে ফোনে অনেক আকুতি জানায়। কিন্তু গত ৪ মাস আগে তারা শুনতে পায় মা সুফিয়া বেগম সৌদি আরব মারা গেছেন। লাশ দেশে ফিরিয়ে আনতে দালালের সঙ্গে যোগাযোগ করে পরিবার। কিন্তু দালাল চক্র তাদের কোন সহযোগিতা করেনি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সৌদি আরব থেকে সুফিয়ার মৃত দেহ দেশে ফিরিয়ে আনার পর বাড়িতে তার ছেলেমেয়েরা কান্নায় ভেঙ্গে পড়েন। জাকির হোসেন বলেন- পুলিশের সহযোগিতা নিয়ে তার মা সুফিয়াকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান রাকিব জানান, সুফিয়ার লাশ দেশে আসার খবরটি তার ছেলে জানিয়েছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, সৌদি আরবে মৃত্যুজনিত কারণে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ যাতে পায় সরকারিভাবে সব ধরণের সহযোগিতা করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com