স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের শত বছরের পুরনো কবরস্থানের শতাধিক কাট গাছ কেটে ফেলেছে একদল দুবর্ৃৃত্ত। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের শত বছরের পুরনো কবরস্থানে মাসখানেক পূর্বে গ্রামবাসীর উদ্যোগে কয়েকশত কাঠ গাছ লাগানো হয়। গত সোমবার রাতে একদল দুবর্ৃৃত্ত কেটে ফেলেছে ওইসব গাছ। খবর পেয়ে গতকাল বুধবার সকালে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়। নাজিরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মো. আব্দুর রহিম ও আব্দুল সত্তার বলেন, শত বছরের পুরনো কবরস্থানের শতাধিক কাঠ গাছ রাতের আধারে কে বা কারা শত্রুতার জেরে কেটে ফেলেছে। আমরা এর সুবিচার চাই।
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।