স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের চুরি হওয়া ১০টি কাঠের খুটি সুতাং বাজারের আসাদ মিয়ার করাত কল থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন বুধবার রাত ৯টার দিকে সুতাং বাজারের ওই করাত কলে অভিযান চালিয়ে খুঁটিগুলো উদ্ধার করেন।
জানা যায়- একটি চক্র দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক খুঁটি কৌশলে চুরি করে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে গতকাল উদ্ধারকৃত খুঁটিগুলো করাত কলে চিড়াই করে অন্যত্র বিক্রির চেষ্টা করছিল ওই চক্রটি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, খুঁটিগুলো থানায় আনা হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com