চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের ফলজ-বনজ ও ঔষধি চারাগাছ রোপন করেছে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম চুনারুঘাট উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের কৃতি সন্তানরা গাছ লাগানোর উদ্যোগ নেন এবং হাঁটি হাঁটি পা-পা করে এগিয়ে যাচ্ছে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনটির কার্যক্রম। সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ সহ ধারাবাহিকভাবে অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এতে পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রবাসে থাকা প্রবাসীরা। ‘আমাদের চুনারুঘাট আমরাই সাজাবো’ এ শ্লোগানে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা, মসজিদ-মক্তব ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধি চারাগাছ রোপণের লক্ষ্যে ৫ সেপ্টেম্বর বিকেলে ১৬৩তম কর্মসূচি বৃক্ষরোপনের মাধ্যমে পালন করা হয়েছে। যাদের অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে তারা হলেন- চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সমির হোসেন আনসার, রাজু কুমার দেব কৃষ্ণ, মদরিছ আহমেদ, তৈয়ব আলী, কামরুল হাসান, আব্দাল মিয়া, আব্দাল আহমেদ শুভ, জমির আলী খান, আব্দুল কাইয়ুম টেনু, কুতুব উদ্দিন, ফয়সল লস্কর, নাছির চৌধুরী, কামরুল জামাল রণি, স্বপন আহমেদ, জালাল আহমেদ বাদল ও আফরাজ সাকিব সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সংগঠনটি ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে অসহায় মেয়েদের বিয়ে-সাদিতে সাহায্যের হাত, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা প্রদান, মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচের দায়িত্ব নেয়া, মাদক থেকে দূরে থাকতে তরুন প্রজন্মের মাঝে খেলার সামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার সেবাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অক্সিজেন সিলিন্ডারের সেবা এখনও চালু রেখেছে সংগঠনটির। এছাড়াও বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী বিতরণ ও বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। বৃক্ষরোপণ কর্মসূচীর পূর্বে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের দুইজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com