সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলা যুবলীগের উদ্যোগে হবিগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় লাখাই উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক কাউছার আহমেদের পরিচালনায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজল উদ্দিন ইমন, খায়রুল হক সোহেল, রাজিব কান্তি রায়, অ্যাডভোকেট জুনাইদ আহমেদ, আনিসুজ্জামান বাপ্পি, এসএম মিঠু, সোহাগ চৌধুরী, পলাশ আহমেদ, রায়হান উদ্দিন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সুমন আহমেদ বিজয়, বাবুল আহমেদ, সোহেল আহমেদ, জসিম উদ্দিন, লাখাই ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক খোকন মিয়া, মুড়িয়াউক ইউনিয়ন যুবলীগ সভাপতি কাউছার আহমেদ, করাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, যুবলীগ নেতা বাহার উদ্দিন মেম্বার, সাইফুল ইসলাম তালুকদার, ইলিয়াস আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে হবিগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ করা হয় এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা আগামী মঙ্গলবার নবগঠিত হবিগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করার প্রস্তুতি গ্রহণ করেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা সফল করার আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com