বিচার কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার ॥ জালিয়াতি মামলায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার রাজাপুর গ্রামের মোঃ রেজা চৌধুরী ও তার ভাই মাসুদ চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেছেন আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু।
মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জের দিরাই পৌরসভার রাজাপুর গ্রামের মোঃ রেজা চৌধুরী ও তার ভাই মাসুদ চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলাধীন ঝিলুয়া মৌজার ৭৪৩নং দাগের ভূমি রেজিস্টারী কাজে জাল-জালিয়াতির আশ্রয় নেন। তারা সরকারি ভূমি উন্নয়নকর পরিশোধ না করে ভূয়া ভূমি উন্নয়ন কর রশিদ এবং ভুয়া উত্তারাধিকার সনদ ব্যবহার করে মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করেছেন। যার দলিল নং- ১৯৬৯/২০ইং, তাং ২২/১২/২০ইং। উক্ত জাল জালিয়াতির বিচার চেয়ে মৌরসী সূত্রে জায়গার মালিক দেওয়ান শোয়েব রাজা আজমিরীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৩ এ সিআর ০৪/২২ইং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। ডিবির এসআই অভিজিত ভৌমিক মামলাটি তদন্ত করে সত্যতা পান এবং আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ প্রেক্ষিতে উক্ত মামলার আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/১১৪ ধারায় আমল গ্রহন করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আজমিরীগঞ্জ আমল আদালত-৩ এর বিজ্ঞ বিচারক সোহেল ভূইয়া। পরবর্তীতে আসামীরা প্রথমে মহামান্য হাইকোর্ট এবং পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ থেকে জামিন লাভ করেন। আদালতের ধারাবাহিকতায় মামলাটি বদলী হয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী অন্তে আসামীদের বিরুদ্ধে ৪২০/৪৬৭/৪৬৮ ধারা সমূহে চার্জ গঠন হলে বিচার কার্যক্রম শুরু করার আদেশ প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com