স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা ও লাখাই রোডে যত্রতত্র অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে রিক্সা ও বিভিন্ন যানবাহনের অবৈধ চার্জিং গ্যারেজ। এসব অবৈধ গ্যারেজের কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের কোর্ট স্টেশন এলাকা ও লাখাই রোডে স্থানীয় প্রভাবশালীরা অবৈধ ভাবে ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং গ্যারেজ করে তুলেছেন। এসব গ্যারেজের কোন অনুমোদন নেই। অপরদিকে প্রতিষ্ঠানগুলোর নেই বিদ্যুতের যথাযথ লোড বরাদ্দ। একটি সাধারণ ওয়ান ফেজ সংযোগ নিয়ে অনেকগুলো ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হচ্ছে। ফলে বেড়ে যাচ্ছে লোড বিপর্যয়। সম্প্রতি কোর্ট স্টেশন ও লাখাই রোডে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও রিক্সা সার্ভিসিংয়ের পাশাপাশি সাধারণ বৈদ্যুতিক লাইনেই চার্জ দেয়া হচ্ছে অনেকগুলো রিক্সা। কোথাও একটি চা স্টলের পেছনে চার্জ দেয়া হচ্ছে অনেকগুলো ব্যাটারিচালিত যানবাহন। কোথাও মাঝারি আকৃতির একটি ঘর ভাড়া নিয়ে চার্জে লাগানো হয়েছে অনেকগুলো রিকশা ও ব্যাটারিচালিত ভ্যান গাড়ি। অথচ সাধারণ ওয়ান ফেজ লাইনে এতোটা বিদ্যুতের লোড নেওয়ার কথা নয়। এছাড়া এসব প্রতিষ্ঠানের চার্জিং গ্যারেজ হিসেবে ট্রেড লাইসেন্স আছে কি না, এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি ওইসব প্রতিষ্ঠানের মালিক অথবা পরিচালকরা। সচেতন এলাকাবাসী মনে করেন, সংশ্লিষ্ট ফিডারে যথাযথ লোড বজায় রাখতে ও এলাকাকে লোডশেডিংয়ের অবস্থা থেকে রক্ষা করতে এসব অনুমোদনহীন চার্জিং গ্যারেজের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com