স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও বিক্রির দায়ে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার রিজিক রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন। অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেখতে পায় অস্বাস্থ্যকর পরিবেশে রিজিক রেস্তোরায় খাদ্য তৈরী করা হচ্ছে। চিকেন গ্রিল একদিন তৈরী করা হলেও তা ফ্রিজে রেখে ২/৩ বিক্রি করা হচ্ছে। আর এসব গ্রিল একাধিক বার ভাজা হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি আয়োডিনযুক্ত লবন না ব্যবহার করে গরুর খাদ্যের লবণ খাদ্য সামগ্রী তৈরীতে ব্যবহার করছেন। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সর্তক করে দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com