নিজের সিএনজি নিয়ে চুক্তি ভিত্তিক বিভিন্ন এলাকায় ছাগল চুরির সাথে জড়িত হয় আটক আকবর আলী
মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় সিএনজিসহ ২ চোরকে আটক করেছে জনতা। শুক্রবার সকাল ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের ইছাক মিয়ার ছেলে সিএনজি চালক আকবর আলী (৪৫) ও ভাদেশ্বর গ্রামের মোঃ আনিছ উল্লাহ ছেলে তাহির মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার সকাল ১১ টার দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তি চুনারুঘাট উপজেলার দুর্গাপুর এলাকা থেকে একটি ছাগল সিএনজিতে উঠানোর সময় ওই এলাকার লোকজনের নজরে আসে। বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হলে উপস্থিত একজন সিএনজি থামাতে বলে। ওই সময় সিএনজির চালক আকবর আলী সিএনজি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন ওই সিএনজিকে ধরার জন্য পিছু নেয়। এতে সিএনজি চালক গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়ে পালিয়ে যেতে চাইলে সামনে থাকা ১টি মোটরসাইকল ও ২টি টমটম গাড়িকে ধাক্কা দেয়। সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী লস্করপুর গ্রামের ইমান আলী মেম্বারের ছেলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি মালিক সমিতির কর্মীগণ পেছনে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ পুরান বাজার লস্করপুর নামক স্থানে সিএনজিসহ দুই চোরকে আটক করেন। এ সময় সিএনজি থেকে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়।
আটক সিএনজি চালক আকবর আলী জানায়- সিএনজিটি তার নিজের টাকায় খরিদ করা। সে দীর্ঘদিন ধরে তার পরিচিত চোর তাহির মিয়ার সাথে চুক্তি ভিত্তিক বিভিন্ন এলাকায় ছাগল চুরির সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় শুক্রবার তাহির মিয়াকে নিয়ে চুনারুঘাট উপজেলার নিকটবর্তী বাগান থেকে একটি ছাগল নিয়ে আসার সময় জনতার হাতে আটক হয়। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি মালিক সমিতির কর্মীগণ আটককৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com