স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে মাছের পাশাপাশি সবজির দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবজি। গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এতে করে পড়েছেন বিপাকে। গত ১ সপ্তাহে সবজির দাম দ্বিগুণ থেকে ৩ গুণ বেড়েছে। ক্রেতাদের দাবি বাজারে মনিটরিং না থাকায় এমন হচ্ছে।
গত ১ সপ্তাহ আগে পটল, চিচিঙ্গা, বরবটি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যে দামে বিক্রি হতো বর্তমানে প্রতিটি পণ্য কেজিতে ৩০ থেকে ১শ টাকা বেড়েছে। পাশাপাশি মাছের দামও দ্বিগুণ বেড়েছে। আবার ওজনে কম দেয়ারও অভিযোগ রয়েছে। ডিজিটাল মাপে প্রতি কেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম পাওয়া যায়। ক্রেতাদের অনেকে অভিযোগ করেন- মেশিন বন্ধ করে পুনরায় চালু না করায় ওজন বেড়ে যায়। যা অনেকের অজানা। গতকাল চৌধুরী বাজার, বগলা বাজার, চাষি বাজার, শায়েস্তানগরসহ বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে বিক্রেতাদের দাবি দেশের পরিস্থিতির কারণে দাম বেশি দিয়ে আনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হয়। কিন্তু ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com