নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সবুজের মৃত্যুতে সিএনজি সংগঠনের উদ্যোগে শুক্রবার দুপুরে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফয়েজুর রহমান ফয়েজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ বেলালের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য সচিব ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিহত সবুজের বড় ভাই আমিনুর রহমান। বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক মাওলানা রফি উদ্দিন, সাবেক সেক্রেটারী আল আমীন, বিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক কপিল প্রমূখ। পরে মরহুম মোস্তফা কামাল সবুজের ছেলের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও পোষাক তোলে দেয়া হয়। শোকসভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাজাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াকুত আহমদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com