স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণ থেকে নিজের দুই সন্তানকে স্ত্রীর হেফাজত থেকে নিজের কাছে নিয়ে যাবার জন্য শ্যালিকাকে মারপিট করেছে এক ব্যক্তি। হামলাকারী পিতা রজব আলীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক রজব আলী চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার আমতলি গ্রামের সুফিয়াকে বিয়ে করে রজব আলী। বিয়ের পরে তাদের কোল জুড়ে দুটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। তাদের নাম রাখা হয় হাসান ও হোসেন। এক বছর পূর্বে রজব আলী গোপনে আরো দুইটি বিয়ে করে। এ নিয়ে সুফিয়ার সাথে তার কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। জীবিকার তাগিদ ও দুই সন্তানকে পড়ালেখা করানোর জন্য সুফিয়া সৌদি আরব চলে যান। জিম্মাদার হিসেবে বোন রাজিয়া খাতুনের নিকট তার দুই অবুঝ সন্তানকে লালন পালনের জন্য রেখে যান। বর্তমানে দুই সন্তান মাদ্রাসা ছাত্র। একমাস আগে রজব আলী রাজিয়াকে আসামী করে তার দুই সন্তানকে ফিরে পেতে নির্র্বাহী ম্যাজিস্ট্রেট-১ আদালতে মামলা দায়ের করে। গতকাল রোববার মামলার ধার্য্য তারিখ ছিল। রাজিয়া তার বোনের দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির হয়। আদালত না বসায় তারা বারান্দা থেকে নিচে নামলে রজব আলী রাজিয়াকে ছুরিকাঘাত করে দুই সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রজব আলীকে আটক করা হয়। রাজিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।