চুনারুঘাট প্রতিনিধি ॥ কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে ‘প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়ন কর্মসূচি (এসডিডিবি) প্রকল্পের আর্থিক সহায়তায় শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি, কলেজ পড়–য়া শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী, স্বাস্থ্য কর্মী, বাগান পঞ্চায়েত, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ‘বিদালয়ে প্রতিবন্ধী শিশুদের ভর্তি এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সার্বজনীন প্রার্থনা ও সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. লুটমন এডমন্ড পডুনা। বক্তব্য রাখেন পারকুল চা বাগান সভাপতি মি. রিপন দেব, পারকুল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতি বালা দেব। সভায় বক্তারা বলেন- সরকারি ও বেসরকারি প্রতিটি বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের ভর্তি ও বিদ্যালয়ের অবকাঠামো যেমন সহজ সিড়িঁ (র্যাম্প) স্থাপন, প্রতিবন্ধীবান্ধব শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হাই কমোট টয়লেট স্থাপন এবং প্রশিক্ষিত ও দক্ষ রিসোর্স শিক্ষক নিয়োগ দান, প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে প্রতিবন্ধী ছেলে ও মেয়েদের জন্য আবাসিক বিশেষ শিক্ষা ব্যবস্থা, প্রতিবন্ধিতা পরিচিতি, প্রবীণ ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তি এবং প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সেমিনারে আলোচনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com